আশিকুর রহমান:
কুড়িগ্রামের উলিপুরে খেয়ারপাড় থেকে দুই কেজি পাঁচশত গ্রাম গাজা সহ হাবিবা আক্তার নামে এক মাদক কারবারি নারীকে আটক করছে উলিপুর থানা পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক) /৪১ ধারায় মামলা রুজু করে জেলহাজতে প্রেরন করে। উলিপুর থানা মামলা সুত্রে জানা যায়, খেয়ারপাড় এলাকায় হাবিবুর রহমানের মেয়ে হাবিবা আক্তার দির্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসিতেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং গাঁজা মাপার একটি ডিজিটাল মেশিন উদ্ধার পূর্বক হাবিবা আক্তারকে গ্রেফতার করে। শুক্রবার সরেজমিন ঘুরে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় হাবিবা আক্তারের স্বামী মাহবুব আলম আনসার ব্যটেলিয়নে কর্মরত আছেন। কিছু দিন আগে পিতার বাড়িতে বেড়াতে আসেন হাবিবা। বাবা হাবিবুর রহমানকে ইয়াবা ট্যবলেট সহ ঢাকা, গাজীপুর থানা-পুলিশ গ্রেফতার করেন।তার বিরুদ্ধে কুড়িগ্রামে১ টি উলিপুর থানায় ৪ টি চলমান মাদক মামলা আছে বলে সরেজমিন ঘুরে জানা যায়।