কুমিল্লা : কুমিল্লা দেবীদ্বার উপজেলা সুবিল ইউনিয়ন গ্রাম পশ্চিম পোমকারা রফিক মিয়ার বাড়ির উত্তর দিকে কৃষি জমি নষ্ট করছেন ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে বসতবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা ধসে যাচ্ছে এবং হুমকির মুখে পড়ছে পরিবেশ। স্থানীয় প্রযুক্তিতে তৈরি এসব ড্রেজার দিয়ে গ্রামাঞ্চলের খাল, বিল ও পুকুর ধানী জমি থেকে যত্রতত্র ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। বছরের পর বছর ধরে ড্রেজার মালিকরা এ অবৈধ কাজটি করলেও প্রশাসনের কোনো ভূমিকা নেই।
ড্রেজার মালিক মোঃ নজরুল ইসলাম পিতা কুদ্দুস মিয়া সুবিল ইউনিয়ন গ্রাম পশ্চিম পোমকারা ৮ নাং ওয়ার্ড, খোঁজ নিয়ে জানা গেছে দীর্ঘদিন যাবত ড্রেজার দিয়ে মাটি বিক্রি করছেন অবৈধ ড্রেজার মালিক নজরুল ইসলাম, অবৈধ ড্রেজার মালিক নজরুল ইসলাম এর ড্রেজার টি বন্ধ করার জন্য বার বার কুমিল্লা দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার কে ও এসিলেন্ড কে জানানো হয়েছে তারা আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়ার কথা বলে, কিন্তু সরজিমনে দেখা যায় সুবিল ইউনিয়ন ইউছুপ পুর ইউনিয়ন এলাকায় অসংখ্য অবৈধ ড্রেজার চলছে জেনো দেখার কেউ নাই!এসিলেন্ড সাহেব এর কাছে অভিযোগ লিখে পাঠিয়ে কোনো প্রতিকার পাচ্ছে না সাধারণ কৃষক রা! খোঁজ নিয়ে আরো জানা গেছে সুবিল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ তার এলাকার প্রতিটি অবৈধ ড্রেজার থেকে ঘুষ নিয়ে চুপচাপ বসে থাকেন, যদি এসিলেন্ড সাহেব কোনো অবৈধ ড্রেজার বন্ধ করতে বলে সে স্পটে না গিয়ে চুপচাপ বসে থাকেন নিজ অফিসে! যেমন গত বুধবার সুবিল ৮ নং ওয়ার্ড এর পশ্চিম পোমকারা পাকা রাস্তার উত্তর দিকে কৃষি জমিতে নজরুল ইসলাম এর অবৈধ ড্রেজার বন্ধ করতে নির্দেশ দিয়েছেন, তিনি স্পটে না গিয়ে স্থানিয় গ্রাম পুলিশ আক্তার কে দিয়ে ড্রেজার মালিক নজরুল ইসলাম এর অবৈধ ড্রেজার টি গতকাল বিকাল ৫টায় বন্ধ করে দিয়েছেন, খোঁজ নিয়ে জানতে পারলাম আজ বৃহস্পতিবার সকাল থেকে অবৈধ ড্রেজার টি চালু করেছে নজরুল ইসলাম! এভাবেই দেবীদ্বার উপজেলার প্রশাসনের নির্দেশ অমান্য করে ।এই ভূমিখেকো ড্রেজার মালিক রা অবৈধ ড্রেজার চালাচ্ছে দীর্ঘদিন যাবত!,৷ স্থানীয় কৃষক দের বাঁচাতে কৃষি জমি রক্ষা করার জন্য অবৈধ ড্রেজার গুলো ধংস করে আইনের আওতায় আনতে দেবিদ্বার প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন ভূক্তভোগীরা।