1. admin@sonalimedialimited.com : admin :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

একেকজন নেতার মনোযোগ ছিল আখের গুছিয়ে নেয়ার-সারজিস আলম

আনোয়ার হোসাইন
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

রাজধানী থেকে রংপুর পর্যন্ত চার লেনের সড়ক উন্নয়ন প্রকল্পে ৮ থেকে ১০ বছর লেগে গেলেও এখনো কাজ শেষ হয়নি উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এই একটা উদাহরণই উত্তরাঞ্চলের মানুষের অবস্থার কথা বলে দেয়।

শুক্রবার (৩০) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড়ে আয়োজিত এক পথসভায় এ কথাগুলো বলেন সারজিস আলম। তিনি বলেন, এর আগে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বড় বড় দলের বড় বড় মার্কার রাজনৈতিক নেতারা ছিলেন। একেকজন নেতাকে আমরা দেখেছি—যতটা না এলাকার উন্নয়নে মনোযোগ ছিল, তার চেয়ে বেশি মনোযোগ ছিল নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে নিজের আখের গুছিয়ে নেয়ার, নিজের ক্রেডিট নেয়ার।’

গোবিন্দগঞ্জ চিনিকলের জমিতে ইপিজেড স্থাপন প্রসঙ্গে সারজিস আলম বলেন, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধার মানুষের একটি দাবি হচ্ছে ইপিজেড নির্মাণ। ইপিজেড একটি জেলা ও উপজেলার মানুষের ভাগ্য বদলে দিতে পারে। এর জন্য সরকারের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি স্থানীয় রাজনৈতিক নেতাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

জনগণের উদ্দেশে সারজিস আলম বলেন, আপনারা লক্ষ রাখবেন, কোনো স্থানীয় রাজনৈতিক দলের নেতারা নিজেদের মধ্যে কামড়াকামড়ির কারণে যদি এ ইপিজেড নির্মাণে বাঁধা হন, তাহলে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবেন। সবার আগে জেলা ও উপজেলার স্বার্থ, তারপর ব্যক্তিস্বার্থ। আমরা বিশ্বাস করি, জেলা-উপজেলার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করলে গোবিন্দগঞ্জ এগিয়ে যাবে, গাইবান্ধা এগিয়ে যাবে। এনসিপি গাইবান্ধার গণমানুষের দাবির কণ্ঠস্বর হিসেবে কাজ করবে।

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা, নাজমুল হাসান, কেন্দ্রীয় সংগঠক ফিহাদুর রহমান, সম্রাট শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী নিবার্চন প্রসঙ্গে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম আরও বলেন, আমরা এনসিপি এসেছি, আপনাদের কথা শুনতে এবং বলতে। কিন্তু এটা নয় যে আমরা বলতে এসেছি, আমাদের আপনারা ভোট দিয়েন। আমরা আপনাদের এটা বলতে চাই, আপনাদের এলাকায় যারা ভালো কাজ করবে, ভালো মানুষ হিসেবে যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদের ব্যক্তিত্ব আছে, চাঁদাবাজি, সিন্ডিকেট, ক্ষমতার অপব্যহার করে না। সেই মানুষটা, যে দলেরই হোক না কেন, আপনারা আপনাদের জায়গা থেকে তাঁকেই নেতা নির্বাচন করুন।’

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সারজিস আলম বলেন, গত ১৬ বছর আপনাদের দলীয় প্রশাসন বানানো হয়েছিল। অভ্যুত্থানের পরবর্তী সময়ে প্রশাসনের ইমেজ কীভাবে সংকটে পড়েছে, প্রশাসনের যে কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সময়ে অন্ধভাবে ক্ষমতার দালালি করেছে, তা সবাই দেখেছে। এমনকি পরবর্তী সময়ে তারা তো মানুষের সামনে এসে লজ্জিত হয়েছে, তাদের সন্তান ও পরিবারে যারা ছিল, তারাও জনসমক্ষে আসার মতো অবস্থায় ছিলেন না। আপনাদের যে সাময়িক তোষামোদির চর্চা, সেটা আপনাদের প্রফেশনালিজমের সঙ্গে যায় না। আপনাদের যে শপথ, সেই শপথকে সামনে রেখে, আপনারা দেশকে সবার আগে গুরুত্ব দিয়ে কাজ করে যাবেন।

সারজিস আলম আজ দিনভর গাইবান্ধার বিভিন্ন স্থানে পথসভা করেন। রংপুর থেকে এসে তিনি প্রথমে গোবিন্দগঞ্জে আসেন। এরপর তাঁর সাঘাটা উপজেলার বোনারপাড়া, ফুলছড়ি উপজেলার কালিরবাজার, গাইবান্ধা জেলা শহরের পৌরপার্ক, পলাশবাড়ী উপজেলা সদরের শহীদ মিনার, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শহীদ মিনার ও সুন্দরগঞ্জ উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে বক্তব্য দেয়ার কথা আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Sonali News TV
Design By Raytahost