1. admin@sonalimedialimited.com : admin :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

সাতক্ষীরার একমাত্র কমিউনিটি রেডিও নলতা ৯৯.২ এফএম-এ সংবাদকর্মীদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার একমাত্র কমিউনিটি রেডিও নলতা ৯৯.২ এফএম-এর উদ্যোগে সংবাদকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) সকাল ১০টায় নলতা রেডিও স্টেশনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্টেশন ম্যানেজার মামুন হোসাইন এবং সঞ্চালনা করেন সংবাদ বিভাগের প্রযোজক রবিউল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সুকুমার দাশ বাচ্চু, আশাশুনি উপজেলা প্রতিনিধি জিএম মুজিবর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও মনিরুজ্জামান, দেবহাটা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান ও আব্দুর রশিদ, শ্যামনগর উপজেলা প্রতিনিধি রণজিৎ বর্মন ও শাহিন আলম, ফিঙ্গড়ি প্রতিনিধি রিয়াজুল ইসলাম, রতনপুর প্রতিনিধি রফিকুল ইসলাম ও গোলাম রাব্বানী। এছাড়া রেডিও নলতার প্রতিনিধি প্রতিমা রানীসহ অন্যান্য সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বিভিন্ন উপজেলা থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল নিউজ প্রচারের গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি তিন মাস অন্তর নিয়মিত সভা আয়োজন, সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, নোটবুক-ডায়েরি সরবরাহসহ সার্বিক সুবিধা বৃদ্ধির প্রস্তাব উঠে আসে।

সভা শেষে রেডিও নলতা স্টুডিওতে অংশগ্রহণকারীদের নিয়ে স্মৃতিচারণমূলক ছবি তোলা হয় এবং একটি সংবাদ রেকর্ড করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Sonali News TV
Design By Raytahost