চলনবিল বাংলাদেশের একটি বৃহৎ বিল বা জলাভূমি, যা মূলত নাটোর, সিরাজগঞ্জ, পাবনা কিছু অংশজুড়ে বিস্তৃত। বর্ষাকালে এটি বিশাল এক জলরাশিতে পরিণত হয়, আর তখনই প্রকৃত চলনবিল যেন তার রূপে-গুণে উন্মুক্ত হয়।
মোঃ সোহেল রানা জয়ের রিপোর্ট
চলনবিলের জেলেদের নৌকা এই এলাকার একটি চিরচেনা ও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই নৌকাগুলো সাধারণত কাঠের তৈরি, ছোট আকারের, হালকা ও সরু হয়, যেন সহজে অগভীর পানিতে চালানো যায়। চলনবিলের জেলেরা এই নৌকায় চড়ে মাছ ধরেন, বিশেষ করে বর্ষাকালে যখন চারিদিকে পানিতে থই থই করে। তারা বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরেন—জাল পেতে, বরশি দিয়ে, কখনো কখনো কুড়িয়েও।
চলনবিলের জেলের নৌকা
বর্ষার জলজোড়ে ডুবে থাকা চলনবিলে,
চুপচাপ বয়ে চলে এক টুকরো কাঠের জীবন।
জেলের হাতের মাঝি-ছোঁয়ায় দুলে ওঠে নৌকা,
পেছনে জাল, সামনে প্রত্যাশা—
আজ যদি ধরা পড়ে বড় এক বোয়াল!
হলুদ সূর্য যখন পানিতে মাখামাখি,
নৌকায় বসে জেলে গায় কষ্টের গান।
পানি আর আকাশ মিলেমিশে একাকার,
আর তার মাঝখানে—
চলনবিলের একাকী নৌকা,
হয়তো সেও খুঁজে ফেরে—
নতুন দিনের উপার্জন, পুরোনো দিনের শান্তি।
Leave a Reply